ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কোন রঙের ছাতায় তাপ প্রতিরোধ ক্ষমতা বেশি?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১০:১২  
আপডেট :
 ০৫ এপ্রিল ২০২২, ১৬:০৭

কোন রঙের ছাতায় তাপ প্রতিরোধ ক্ষমতা বেশি?
ছবি: সংগৃহীত

যারা প্রতিদিন বাইরে কাজ করতে বের হচ্ছে তাদের কড়া রোদের আলোর সম্মুখীন হতেই হয়। তবে রোদের তাপ থেকে যতোটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করি আমরা। কারণ, শরীরের সঙ্গে সঙ্গে ত্বক-চুল ভালো রাখতে তীব্র রোদ থেকে দূরে থাকা জরুরি।

আর গ্রীষ্মের দিনে রোদ থেকে বাঁচতে ছাতার বিকল্প নেই। কিন্তু যে কোনো ছাতা নিলেই রোদের তাপ থেকে বাঁচা যাবে- তা কিন্তু নয়। এক্ষেত্রে বাছাই করতে হবে সঠিক রঙের ছাতা।

বিশেষজ্ঞদের মতে, যে কোনো রঙের ছাতা নিলেই যে কাজ হবে, এমন নয়। ছাতার রঙের উপর অনেকটাই নির্ভর করছে, রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক। কিন্তু গরমে কোন রঙের ছাতা ব্যবহার করা সবচেয়ে উপকারী?

গরমে পছন্দের রঙের ছাতা ব্যবহার করে লাভ হয় না। যত বেশি হালকা হবে রঙ, ততই বেশি গায়ে লাগবে রোদ। কড়া রোদ থেকে নিজেকে আড়াল করতে হলে চাই গাঢ় রঙের ছাতা। সবচেয়ে ভালো হয় এ সময়ে কালো রঙের ছাতা ব্যবহার করলে। এই রঙের ছাতা সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা।

ব্যবহার করতে পারেন নীল বা বাদামি রঙের ছাতাও।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত