ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রান্নায় ঝাল কমানোর উপায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২২, ২২:১৩  
আপডেট :
 ২২ মে ২০২২, ১৭:২৭

রান্নায় ঝাল কমানোর উপায়

অনেকেই আছেন একদমই ঝাল খেতে পারেন না। তবে মাঝে মাঝে রান্নায় ঝাল কম হয়েছে ,নাকি বেশি হয়েছে সেই পরিমাণ সঠিক বোঝা যায়না। এত কষ্ট করে রান্না করা খাবার ফেলেও দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে খেয়ে নিচ্ছেন। বেশি ঝাল খাবার খাওয়া আবার শরীরের জন্য ক্ষতিকর।

আসুন জেনে নেই রান্নার পর তরকারি বেশি ঝাল হয়ে গেলে ফেলে না দিয়ে কিভাবে তা ঝাল কমাবেন-

১. আলু তরকারিতে অতিরিক্ত ঝাল কমাতে সাহায্য করে। তরকারিতে যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তাহলে রান্নায় কয়েক টুকরো আলু ফেলে দিন। আলু সহজেই ঝাল শোষণ করে নেয়। ফলে তরকারির অতিরিক্ত ঝাল কমে যাবে।

২. যেসব খাবার গুলোতে দুধ ব্যবহার করার যায় যেই সমস্ত তরকারিতে চাইলেই সামান্য দুধ অথবা টকদই ব্যবহার করতে পারেন। এতে তরকারির ঝাল বেশি হয়ে গেলে তা কমাতে সাহায্য করবে। কোন কিছু ভাজার সময় ব্যাটারে ঝাল বেশি হয়ে গেলে ব্যাটারে সামান্য দুধ মিশিয়ে দিন,এতে ঝাল কমে যাবে।

এছাড়া টক দই ব্যবহারের সময় টকদই ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে সামান্য লবণ ও চিনি দিয়ে তরকারিতে মিশিয়ে নিন। এতে করে তরকারির স্বাদও বাড়বে আর ঝাল বেশি হলে সেই সমস্যারও সমাধান হবে

৩. কোর্মা, চাঁপ, রেজালা জাতীয় খাবারে যদি মনের অজান্তে ঝাল বেশি হয়ে যায় তাহলে রান্নায় বাদাম বাটা মিশিয়ে দিন। এতে করে ঝাল অনেকটাই কমে যাবে।

৪. তরকারির ঝাল কমাতে ব্যবহার করতে পারেন লেবুর রস। লেবুর রস তরকারির ঝাল অনেকটা কমিয়ে দেয়। খাবারের সময় লেবুর রস মাখিয়েও খাবার খেতে পারেন অথবা রান্নার সময় লেবুর রস রান্নায় মিশিয়ে দিতে পারেন।

বাংলাদেশ জার্নাল/এএস/কেএ

  • সর্বশেষ
  • পঠিত