ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

ত্বকের ধরণ বোঝার সহজ উপায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২২, ১৬:৩৭

ত্বকের ধরণ বোঝার সহজ উপায়
প্রতীকী ছবি। সংগৃহীত

ত্বকের ধরণ বোঝার উপায় কি? এ প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি। সাধারণত কয়েক ধরনের ত্বক আমরা দেখে থাকি। স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত। কিছু মানুষের আবার মিশ্র ত্বক বা 'কম্বিনেশন স্কিন' থাকতে পারে। সময়ের সাথে সাথে আবার ত্বকের ধরণ বদলে যায়। যেমন- তরুণ-তরুণীদের ত্বক বয়স্কদের তুলনায় অনেকাংশে স্বাভাবিক হয়ে থাকে।

নিজের ত্বকের ধরণ বুঝতে হলে রাতে ফেসওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নিন। তারপর মুখে আর কিছু লাগাবেন না, এমনেই ঘুমিয়ে যাবেন।

তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন: সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে, পুরো মুখমণ্ডলে তেলতেলে ভাব, তাহলে সেটা তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন।

শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন: সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে, পুরো মুখমণ্ডলে এ টানটান ভাব, তাহলে সেটা শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন।

মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিন: সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে, শুধুমাত্র টি জোন এরিয়া (ফোরহেড, নাক, থুতনি) যদি তেলতেলে থাকে আর গালসহ অন্যান্য যায়গা স্বাভাবিক থাকে তাহলে সেটা কম্বিনেশন স্কিন।

সাধারণ ত্বক বা নরমাল স্কিন: সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে, মুখমণ্ডলে কোনো তেলতেলে ভাব নেই, টানটান ভাব নেই এবং টি জোন এরিয়াও স্বাভাবিক তাহলে সেটা নরমাল স্কিন।

বাংলাদেশ জার্নাল/স্বর্ণ/এসকে

  • সর্বশেষ
  • পঠিত