ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

চুল ঘন করার উপায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ১৭:০৩

চুল ঘন করার উপায়

চুল সৌন্দর্যের অংশ। ঘন চুল, চুলের সৌন্দর্য আরও করে তোলে দিগুণ। চুলের যত্নে এবং চুল ঘন,কালো ও ঝলমলে করে তুলতে নানান রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন যা চুলের জন্য ক্ষতিকর। এছাড়া চুলকে করে রুক্ষ এবং ড্যামেজ।

আসুন জেনে নেই চুল ঘন করার ঘরোয়া সমাধান যা আপনার চুলকে ঘন করার পাশাপাশি চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করবে।

চুল দ্রুত বড় করতে এবং ঘন করার জন্য মিয়মিত ব্যবহার করুন তেল। রাতে ঘুমানোর আগে তেল দিয়ে ঘুমান। এতে চুল আরও ঘন এবং মজবুত করতে সহায়তা করবে।

চুল ঘন করার সবচেয়ে প্রথম কাজ চুল সবসময় পরিষ্কার রাখা। চুলের ধুলাবালি, ময়লা ভালো করে পরিষ্কার করতে হবে। নাহলে চুলের স্বাভাবিক তৈলাক্ত নষ্ট হবে।

অয়েল ম্যাসাজ চুল ঘন করার অন্যতম একটি মাধ্যম। মাসাজ রক্ত সঞ্চালনে সাহায্য করে যা চুল ঘন করতে এবং চুল পড়া রোধে সাহায্য করে।

ভেজা চুল কখনই আছড়ানো উচিৎ নয়। এতে করে চুলের আরও ক্ষতি হয়। তাই চুল ভেজা থাকা অবস্থায় চুল কখনই আঁচড়াবেন না। প্রচুর পরিমানে শাক সবজি খেতে হবে। এছাড়া ডিম মাছ এবং পুষ্টিকর খাবার গুলো নিয়মিত খাবার তালিকায় রাখুন।

চুল ঘন এবং সিল্কি করার জন্য ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করতে পারেন। মেথি বাটা বেশ ভালো কার্যকরী। মেথি বাটার সাথে টকদই মিশিয়েও হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন।

বাংলাদেশ জার্নাল/এএস/এমএম

  • সর্বশেষ
  • পঠিত