ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গরমে আরাম সুতি কাপড়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ১৩:৫২

গরমে আরাম সুতি কাপড়
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে নিয়মিত যাতায়াতে পোশাক যদি আরামদায়ক না হয় তাহলে সারাটাদিন কেটে যায় অস্বস্তিতেই। তাই এই গরমে পোশাক হওয়া চাই আরামদায়ক।

গরমে সুতি কাপড় সবচেয়ে বেশি আরামদায়ক নিয়মিত পরিধান করার জন্য। সুতির কাপড় খুব হালকা এবং নরম হয়ে থাকে। যার ফলে সারাদিন পরে থাকার জন্য সুতি কাপড়ই স্বাচ্ছন্দ্যময়।

সুতি কাপড় খুব মসৃণ হওয়ার কারণে অস্বস্তি বোধ হয় না একদমই। এছাড়া প্রচণ্ড এই গরমে শরীরে ভালোমতো বাতাস চলাচল করতে সাহায্য করে সুতি কাপড়ের পোশাক।

অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বন্ধুদের আড্ডায় সুতি কাপড়ের নানান রকম ফ্যাশনেবল জামা পরিধান করতে পারেন। সেক্ষেত্রে সুতির কাফতান এখন বেশ জনপ্রিয় এবং স্টাইলিশ। এছাড়া সুতির কামিজ, ফতুয়া, টপ্স অথবা গোল জামাও পরিধান করতে পারেন এই গরমে।

তবে পোশাক বাছাই করার ক্ষেত্রে হালকা রঙকে প্রাধান্য দিন। গরমে হালকা রংয়ের পোশাক যেমন: হালকা নীল, আকাশি, গোলাপি, সাদা, হালকা বেগুনি, লেমন এসমস্ত রঙের পোশাকই গরমে বেশ আরামদায়ক এবং আপনি পাবেন সারাদিন স্বস্তি।

বাংলাদেশ জার্নাল/এএস/মনির

  • সর্বশেষ
  • পঠিত