অরবরই এর পুষ্টিগুণ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪১

অপ্রচলিত ছোট একটি টক ফল অরবরই। দেখতে হাল্কা হলুদ রঙের এই ফলের ত্বক খাঁজ কাটা থাকে। অপ্রচলিত হলেও এর রয়েছে নানান রকম পুষ্টিগুণ।
|আরো খবর
আসুন জেনে নেয়া যাক এর কার্যকরীতা সম্পর্কে-
* লিভারের অসুখের সমস্যা সমাধানে সহায়তা করে।
* ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে।
* চুলের যত্নে বেশ উপকারি।
* ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়ক।
* চুল মজবুত করতে সাহায্য করে।
* শ্বাসযন্ত্রের রোগ চিকিৎসার জন্য বেশ উপকারি একটি ফল।
* চুলের খুশকি দূর হয়।
* মুখের রুচি ফিরাতে সাহায্য করে।
* কৃমিনাশক হিসেবে এই ফলের বীজ ব্যবহার করা হয়।বাংলাদেশ জার্নাল/এএস