ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পূজার আগে ত্বকের যত্ন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৮

পূজার আগে ত্বকের যত্ন

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই পূজা। উৎসবের আমেজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। সারাবছর ত্বকের যত্ন ঠিকমতো না নেয়া হলেও উৎসব-অনুষ্ঠানের আগে কম বেশি সবাই রূপচর্চার বিষয়ে চিন্তিত হয়ে পরেন। তাই পূজোর দিন উজ্জ্বল ত্বক পেতে বাড়িতে বসে এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন।

ত্বকের যত্নে তৈরি করে নিতে পারেন টমেটোর ফেস প্যাক। সেজন্য ১ টেবিল চামচ করে টক দই, হলুদ এবং টমেটোর পেস্ট নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো উপকার পেতে নিয়মিত ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

যাদের ব্রনের সমস্যা আছে তারা এখন থেকেই নিম পাতা বেটে অথবা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করা শুরু করে দিন। এতে করে পূজোর আগে আগে ব্রনের সমস্যা অনেকটা দূর হয়ে যাবে।

যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা বেসন ও টক দইয়ের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করা শুরু করুন। এতে করে তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বক দেখতে উজ্জ্বল হবে। শুধু তাই নয় পূজার মেকআপ ত্বকে একদম পারফেক্ট ভাবে বসতে সাহায্য করবে।

বাংলাদেশ জার্নাল/এএস

  • সর্বশেষ
  • পঠিত