পূজার আগে মাত্র এক উপাদানে পাবেন সিল্কি চুল
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

উৎসবের সাজে চুল যদি ঝলমলে আর উজ্জ্বল দেখায় তাহলে উৎসবের সাজ এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। সামনে পূজো, চাই ঝলমলে এবং সিল্কি চুল। যা পাবেন মাত্র একটি হেয়ার প্যাক ব্যবহার করলেই।
|আরো খবর
সেজন্য নিয়ে নিতে হবে মেথি বাটা। মেথি চুল কে সিল্কি করার পাশাপাশি চুলকে ঘন এবং মজবুত করতে সাহায্য করে।
মেথির সাথে নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে সম্পূর্ণ চুলে ব্যবহার করে অপেক্ষা করুন ২৫-৩০ মিনিট। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন।
পূজার আগে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করার চেষ্টা করুন এই হেয়ার প্যাক তাহলে আপনি খুব দ্রতই পাবেন ঝলমলে সিল্কি চুল।
বাংলাদেশ জার্নাল/এএস/এমএম