ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মধু ব্যবহারে ব্রনের সমস্যা সমাধান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৩৩  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২২, ১৬:১৬

মধু ব্যবহারে ব্রনের সমস্যা সমাধান

দাগমুক্ত ত্বক আমারা সবাই চাই। কিন্তু ব্রনের সমস্যার জন্য ত্বকের মসৃণতা নষ্ট হয়ে যায়। এর জন্য মানুষ বাজারে পাওয়া বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকে। একইসঙ্গে সুন্দর দেখতে বিউটি পার্লারের শরণাপন্ন হন বিপুল সংখ্যক মানুষ। তবে বাজারে পাওয়া বিউটি প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহারে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যায়। সেই সঙ্গে ভুল খাওয়া এবং খারাপ রুটিনের কারণে মুখে ব্রণ দেখা দিতে শুরু করে।

তৈলাক্ত ত্বকে বেশি ব্রন হয়। এই অবস্থায় গ্রন্থি থেকে তেল বের হয়। ধুলাবালি ও দূষণের কারণে তৈলাক্ত ত্বকের ছিদ্রে ময়লা জমতে শুরু করে। এই কারণেই ব্রণ হয়। এ ছাড়া জল কম খেলে পেটের তাপ বাড়ে। এর ফলে ব্রন ও পিম্পলের সমস্যাও হয়। তবে কিছু ঘরোয়া উপকরণ ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

আয়ুর্বেদে মধুকে ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। মুখের দাগ থেকে মুক্তি পেতে মধু এবং দারুচিনি ব্যবহার করতে পারেন। এর জন্য সমপরিমাণে মধু ও দারুচিনি মিশিয়ে মুখে লাগান। এরপর হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। তারপর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি মুখের ব্রণের সমস্যা থেকে মুক্তি দেয়।

মুখের ব্রণের সমস্যা দূর করতে বেকিং সোডা ও মধুও ব্যবহার করতে পারেন। এ ছাড়া মধু ও দইয়ের ব্যবহারও উপকারী।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/আরকে

  • সর্বশেষ
  • পঠিত