ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

পর্যটকদের জন্য ট্যুরিস্ট সিম চালু করছে বিটিআরসি

পর্যটকদের জন্য ট্যুরিস্ট সিম চালু করছে বিটিআরসি
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্টদের জন্য সিম চালু থাকলেও বাংলাদেশে তা এতদিন ছিল না। এবারে দেশে ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, ট্যুরিস্টদের জন্য ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এই সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল,নৌ ও বিমানবন্দর থেকে এই সিম সংগ্রহ করা যাবে।

ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রুপান্তর করা যাবে না। যদি দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হয় তবে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবে।

বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফার-প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে-বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. মহীউদ্দিন আহম্মেদ বলেন, পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ আরও নিরাপদ এবং আনন্দময় করে তোলার জন্য ট্যুরিস্ট সিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত