ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম ইশতিয়াক

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২১, ০৩:০০

ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম ইশতিয়াক

১১তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড জাতীয় পর্বের ‘সি’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন কুষ্টিয়ার গোলাম ইশতিয়াক সাদাত। সে কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থী।

ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি বিজয়ীদের নাম ঘোষণা করেনে।

জানা যায়, দেশের ৬৪ জেলা থেকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে ৯ হাজার ৮শ জন প্রতিযোগী রেজিষ্ট্রেশন করেন। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক পর্যায়ে তুমুল প্রতিযোগীতার মাধ্যমে ২হাজার ৯শ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে ১১শ’ জনের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ ৯৫ জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগীদের মধ্যে কুষ্টিয়া সরকারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক সাদাত “সি” ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন।

এই তিন ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ টিকে থাকাদের মধ্যে ট্রেনিং এ বাছাইকৃত পাঁচজন অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাবেন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত