ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

কুরবানির ঈদ-মানুষের হাতে টাকা নাই

  এস এম মাসুদ রানা রবি

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৫:৩৩  
আপডেট :
 ১৯ জুলাই ২০২১, ১২:৩৪

কুরবানির ঈদ-মানুষের হাতে টাকা নাই

মানুষের হাতে টাকা নাই

তবুও মানুষকে অনেক কিছু কিনতে হবে

রাত পোহালেই কিনতে হবে চালডাল –নুন

চারটা খেয়ে ছুটতে হবে কাজের খোঁজে

সেখানেও টাকা লাগবে

এখন লকডাউন পাঁচ টাকা দিয়ে একটা মাস্ক কিনতে হবে

সবচেয়ে সহজ যান ভ্যান গাড়ি

ভ্যন গাড়িতে পৌঁছে গিয়ে আবার মাইল খানিক হাটা

তিন মাস ধরে বেতন পায়ে না

তবুও এই মাসে বেতন পাবে এই আশায়ে এখন-ও চাকরি করে যাওয়া

কাজ করতে করতে আবার বিপদ-দুপুরের চিন্তা কি করে যায় খাওয়া

সালাদিয়া হোটেলেই পাওয়া যায়ে সস্তায়ে খাবার

ভাত-আলু ভর্তা- ডাল পঁচিশ টাকার প্যকেজ

দুপুরে খাওয়া শেসে অফিসে এসে আরেক চিন্তা

রাতে বাসায়ে ফিরলেই ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালার চাপা চাপি

মেয়ের বায়না কুরবানির ঈদে জামা কিনে দিতে হবে

বউকে শাড়ী,ছেলেকে সাইকেল আর মায়ের বায়না গরু ভাগে না দিতে পারলেও

অন্তত আল্লাহর ওয়াস্তে ছোট ছাগল কুরবানি দে

এরা কেউ কি জানেনা এই সময়ে আমি কেন

অনেক মানুষের হাতে টাকা নাই।

  • সর্বশেষ
  • পঠিত