ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এক বার্গারের দামই ৫ লাখ টাকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ২০:৫০  
আপডেট :
 ১৮ জুলাই ২০২১, ২০:৫৭

নেদারল্যান্ডের ডি ড্যালটন ডাইনার রেঁস্তোরার শেফ রবার্ট জ্যান ডে ভিন তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে দামি বার্গার। ‘দি গোল্ডেন বয়’ নামের এ বার্গারটি বিক্রি হয়েছে পাঁচ হাজার ইউরোতে। বাংলাদেশি টাকায় যার দাম পাঁচ লাখেরও বেশি।

এই বার্গারের দাম এত বেশি রাখা হল কেন, সেই প্রশ্নে শেফ ভিন জানিয়েছেন, বার্গারে যে বিশেষ ধরনের মাছের ডিম, বেলুগা ক্যাভিয়ার, (Beluga Caviar) ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত দামি। আর বর্তমানে এই ক্যাভিয়ারের দাম কেজি প্রতি প্রায় ৭-১০হাজার মার্কিন ডলার। এরপরই ওয়্যাগইউ বিফ, বিশ্বের সবথেকে সুস্বাদু এই গরুর মাংসের দাম পাউন্ড প্রতি দাম প্রায় দুশো ডলার।

এই বিশেষ হ্যামবার্গারটি একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন ডাচ শেফ। এটি বিক্রি করে যে মূল্য পাওয়া গেছে তার পুরোটাই দান করে দেওয়া হয়েছে একটি এনজিওকে।

  • সর্বশেষ
  • পঠিত