ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে উচ্চ মাপের অজ্ঞতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২১:৪৬

সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে উচ্চ মাপের অজ্ঞতা
জায়েদুল আহসান।

সচিবালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে সমালোচনার তীর ছুঁড়েছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান। মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে বৈঠকে অংশগ্রহণকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন।

জায়েদুল আহসানের দেয়া ফেসবুক পোস্টটি বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে হুবুহু তুলে ধরা হল-

মন্ত্রীরা বৈঠক করে জানালেন, ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সি কেউ টিকা ছাড়া বের হলে শাস্তির আওতায় আনা হবে। সরকারের এই কথা বেআক্কেলের মতো মনে হওয়ার কারণ হলো:

১. এখন ২৫ বছরের নীচে কেউ টিকার জন্য রেজিষ্ট্রেশনই করতে পারছেন না।

২. এ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া আছেন ৪৩ লাখ। অর্থাৎ ব্যক্তি হিসেবে প্রায় ৯৪ লাখ মানুষ টিকা নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৪ আগষ্ট পর্যন্ত আরো এক কোটি টিকা দেয়া হবে। টিকার মজুত সাপেক্ষে সর্বাত্বক উদ্যোগ নেওয়া হলে ১১ তারিখ পর্যন্ত দুই কোটির বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব না।

৩. উচ্চ পর্যায়ের বৈঠকে দোকানপাট খোলার কথা বলা হয়েছে, আবার টিকা ছাড়া কর্মক্ষেত্রে যেতে নিষেধ করা হয়েছে।

৪. দেশে ১৮ বছর ঊর্ধ্ব জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১২ কোটি।

প্রশ্ন হলো: ১১ তারিখ পর্যন্ত টিকার আওতায় আনতে না পারা ১০ কোটি মানুষের কেউ রাস্তায় বের হলেই আইনের আওতায় আনার কথা 'মন্ত্রী সাহেব' বললেন কী করে?

  • সর্বশেষ
  • পঠিত