ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

হুমকির মুখে দেশীয় তাঁত

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

হুমকির মুখে দেশীয় তাঁত

নারায়ণগঞ্জের অন্যতম উপজেলা রূপগঞ্জের তারাবো পৌর এলাকার নোয়াপাড়ার জামদানি পল্লীতে এক সময় বিশ্বখ্যাত মসলিন কাপড় বুনত জামদানি কারিগররা। এসব মসলিন কাপড়ের বেশ কদর ছিল।

একটি ১০ হাতের মসলিন শাড়ি কাপড় দিয়াশলাইয়ের বক্সে অনায়াসে রাখা যেত। আর এই কাপড় বুনত রূপগঞ্জের তাঁতিরাই। তৎকালীন দেশের সেরা ধনী মরহুম গোলবক্স ভূঁইয়া রূপগঞ্জের তাঁতিদের সুবিধায় কালীগঞ্জে মসলিন কটন মিল প্রতিষ্ঠাও করেছিলেন।

রহস্যজনক তা বন্ধ হয়ে যায়। আর তাই কালের বিবর্তে ওইসব তাঁতিদের এখন জামদানি ও দেশীয় মোটা কাপড় বুনতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এসব তাঁতিরা তাঁত বুনন শিল্প রপ্ত করেছেন তাদের পূর্বপুরুষদের কাছে।

সরকারিভাবে গ্রামীণ জনপদে প্রশিক্ষণের কোন সুব্যবস্থা না থাকায় কেবল দেশীয় তাঁত বিদেশী প্রযুক্তির কাছে হার মানতে বাধ্য হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় তাঁত।

সুতা রং করে রোদে শুকাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতীরা

সুতা রং করছেন রূপগঞ্জের তাঁতীরা

তাঁতকলে সুতা লাগাচ্ছেন রূপগঞ্জের তাঁতীরা

তাঁতকল চালাচ্ছেন রূপগঞ্জের তাঁতীরা

তাঁতকলে শাড়ি বুনন করছেন রূপগঞ্জের তাঁতীরা

তাঁতকলে তৈরি শাড়ি বিক্রি করছে ব্যবসায়ীরা

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত