ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: মুন্সিগঞ্জের শাপলা গ্রাম

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

ফটোস্টোরি: মুন্সিগঞ্জের শাপলা গ্রাম
শাপলায় নৌকা বোঝাই হলে আটি বাঁধা শুরু হয়ে যায়

বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে কে না ভালবাসে, তাই সময় পেলে ক্যামেরা নিয়ে ছুটে যাই ছবির সন্ধানে। আজও বেরিয়ে পড়লাম শাপলা গ্রামের উদ্দেশ্যে। ঢাকা থেকে ৭৭ কিলোমিটার রাস্তা পেরুলেই মুন্সিগঞ্জের আড়িয়াল বিল। আর এই বিলের পানিতে দিগন্তজুড়ে ফুটে রয়েছে শাপলা ফুল। আড়িয়াল বিলের আলমপুরে গিয়ে দেখা যায়, বিলের পাশে স্তূপ করে রাখা হয়েছে শাপলা। আরেকটু এগিয়ে দেখি নৌকা থেকে শাপলা গাড়িতে তোলা হচ্ছে। এখানকার কৃষকরা শাপলা ফুল থেকে আয়ের পথ খুঁজে পেয়েছেন। পাশাপাশি জায়গাটিতে বেড়েছে পর্যটকদের ভিড়। সকালে দলবেঁধে নৌকা নিয়ে নারী-পুরুষ চলে আসে এই বিলে। শাপলা সংগ্রহ করে নৌকায় করে চলে যান ঘাটে। এরপর রাজধানীসহ বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।

বিল থেকে শাপলা তুলে নৌকা বোঝাই করা হচ্ছে।

শাপলায় নৌকা বোঝাই হলে তা ঘাটে আনা হয়।

বিলের পাশে রাস্তা সংলগ্ন বিভিন্ন স্থানে শাপলা স্তূপ করা হয়।

পানি দিয়ে শাপলা পরিস্কার কার হচ্ছে।

শাপলা হাতে নিয়ে এক ব্যবসায়ী আনন্দ করছে।

শাপলা কাঁধে নিয়ে এক ব্যবসায়ী হেটে যাচ্ছে।

নৌকা থেকে শাপলা গাড়িতে তোলা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত