ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ক্ষেত থেকে বাঁধাকপি তুললে মিলবে মাসে ৬ লাখ টাকা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২

ক্ষেত থেকে বাঁধাকপি তুললে মিলবে মাসে ৬ লাখ টাকা!
ছবি: সংগৃহীত

ক্ষেত থেকে বাঁধাকপি তোলার জন্য বছরে ৬২ হাজার পাউন্ড বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়েছে একটি ব্রিটিশ কোম্পানি। বাংলাদেশি মুদ্রায় মাসিক বেতন দাঁড়ায় প্রায় ৬ লাখ টাকা।

টি এইচ ক্লিমেন্টস অ্যান্ড সন লিমিটেড নামের ওই সংস্থার চাকরির বিজ্ঞাপনটি অনলাইনে দেওয়া হয়েছে। সেখানে বছরজুড়ে ক্ষেত থেকে বাঁধাকপি এবং ব্রকলি তোলার জন্য কর্মীদের এই মোটা বেতনের প্রস্তাব দিয়েছে।

বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, বাঁধাকপি এবং ব্রকলি তোলার কাজের জন্য কর্মীকে প্রতি ঘণ্টায় ৩০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫০০ টাকা) করে দেওয়া হবে। সবজির সংখ্যা অনুযায়ী টাকা কম-বেশি হতে পারে। তবে চাকরিতে যেহেতু বেতন প্রতি ঘণ্টা হিসেবে দেওয়া হবে, অর্থাৎ দিনে বেশি অর্থ আয় করার পথও খোলা থাকবে।

প্রসঙ্গত, মহামারির কারণে ব্রিটেনজুড়ে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে আকর্ষণীয় বেতনে মৌসুমী কৃষি কর্মী প্রকল্পের অধীনে লোকজন নিয়োগের চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত