ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে আইএফএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:১৪

রাজধানীতে আইএফএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি- সংগৃহীত

রাজধানীর ভাষানটেক থানার মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইনোভেশন ফর সেল্ফ ডেভেলপমেন্ট (আইএফএসডি) সংগঠনের উদ্যোগে ৫০ জন এতিম শিশুর চিকিৎসা দেন ডা. আতিকা ইসলাম।

মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকদের ফার্স্ট এইড বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন চিকিৎসক।

সংগঠনটির সদস্যরা জানায়, করোনার মহামারির এ সময়ে শিশুদের স্বাস্থ্যসচেতনতা খুব জরুরী। নিম্নবিত্ত এসব মানুষদের সেবা দেয়াই তাদের উদ্দেশ্য। মানবতার সেবায় এ উদ্যোগ অবাহত থাকবে বলেও জানান তারা।

স্বাস্থ্য সেবার এ কর্মসূচিতে অংশ নেন আইএফএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান রনি, ফাউন্ডেশনের মহাসচিব ও মাছরাঙা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজীব সাদিক, অর্থ সম্পাদক ইজাজুল হক, ফাহাদুজ্জামান ফাহাদ, রাকিব হোসেন শুভ, সাবিনা ইয়াসমিন আনমনসহ আরও অনেকেই।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত