ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: বড়দিনকে ঘিরে বর্ণিল সাজে রাজধানীর অভিজাত হোটেলগুলো

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০৮

ফটোস্টোরি: বড়দিনকে ঘিরে বর্ণিল সাজে রাজধানীর অভিজাত হোটেলগুলো
ছবি- ইলিয়াছ সাজু

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উদযাপনে চার্চগুলোয় চলছে আলোকসজ্জা, গোশালা তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ। বড়দিনের শিক্ষায় আলোকিত হয়ে উঠবে সমাজ, এমন বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের। মানুষকে পাপের বোঝা থেকে মুক্তি দিতে বড়দিনে জন্ম নিয়েছিলেন সেই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট।

বড়দিনকে ঘিরে বর্ণিল সাজে রাজধানীর অভিজাত হোটেলগুলো। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, হরেক রঙের বাতি আর জিনজার ব্রেড হাউস দিয়ে। এসব আয়োজনে শিশুদের আনন্দ দিতে উপহার নিয়ে হাজির হবেন সান্তাক্লজ। তবে করোনা অতিমারির কারণে এবারও বড়দিন উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে সব আয়োজনে। মানতে হবে সকল স্বাস্থ্যবিধি।

ঢাকার পাঁচ তারকা হোটেলগুলো ‘ক্রিসমাস ট্রি' দিয়ে সাজানো হয়েছে

বিভিন্ন স্থানেই রয়েছে ক্রিসমাস ট্রি, সঙ্গে সান্তাক্লজও

হোটেলে ঢুকতেই চোখে পড়বে ঘন্টি, যার পাশে প্রতীকী স্টার সাজানো

হরেক রঙের বাতি আর জিনজার ব্রেড হাউস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে

ঝুলিয়ে রাখা সান্তাক্লজের প্রতীকী নজর কাড়ে সবার

চার্চগুলোয় যীশু খ্রিস্ট এর গোশালা

গোশালায় রাখা হয়েছে যীশু খ্রিস্ট এর পরিবার

চার্চগুলোর বাহিরে বসানো হয়েছে দোকান

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত