ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন আজ

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:১৬

ফটোস্টোরি: খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন আজ
ছবি- ইলিয়াস সাজু

আজ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। রাজধানী চার্চ গেলোতে আলোকসজ্জা আর প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিতে গির্জাগুলোতে সমবেত হয়েছেন ভক্তরা।

ঢাকার সোনারগাঁও হোটেলে বড়দিনের আনন্দ মেলায় সান্তাক্লজের কাছ থেকে উপহার পেয়ে শিশুরা খুশি। আবার পরিবারের সাথে ঘুরতে এসে অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলে তার অনুসারীরা এ দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করে থাকে।

বড়দিনে ঢাকার সোনারগাঁও হোটেলে সান্তাক্লজের সঙ্গে আনন্দ মেলায় শিশুরা

ঘুরতে এসে অনেকে সেলফি তুলতে ব্যস্ত

বড়দিনের সকালে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে প্রার্থনা করছেন ফাদার

সোনারগাঁও হোটেলে বড়দিনের আনন্দ মেলায় সান্তাক্লজের কাছ থেকে উপহার নেয় শিশুরা

সকালে ঢাকার কাকরাইল চার্চে প্রার্থনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা

ঢাকার সোনারগাঁও হোটেলে বড়দিনের আনন্দ মেলায় মেতেছে উঠেছে শিশুরা

ঢাকার সোনারগাঁও হোটেলে বড়দিনের আনন্দ মেলায় আনা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ

সকালে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে প্রার্থনা শেষে যাজকদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা

সকালে ঢাকার ফার্মগেইটের হলি রোজারি চার্চে প্রার্থনা শেষে মোমবাতি প্রজ্বলন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা

পরিবারের সাথে শিশুরা চার্চে ভেতর ঘুরে রেড়াছে

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত