ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি

ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে জাবিতে

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ২২:৪৫  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২২, ২৩:০৬

ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে জাবিতে
ছবি- ইলিয়াস সাজু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীত মৌসুম শুরু হলেই আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে বাহারি প্রজাতির অতিথি পাখি। ক্যাম্পাসের লেকে এসব ভিনদেশী পাখিদের আনাগোনা শুরু হয় শীত শুরুর কিছুটা আগে থেকেই। নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশে থাকায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে জাবি ক্যাম্পাসের লেকগুলোকেই বেছে নেয় পরিযায়ী পাখিরা।

প্রতিবারের মতো এ বছরও বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম ও প্রীতিলতা হল সংলগ্ন লেকে পাখি আসতে শুরু করেছে। তাদের কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে ক্যাম্পসের লেক পাড়। লেক ঘুরে দেখা যায় অধিকাংশ পাখিই সরালি বা হাঁস প্রজাতির, যারা পানিতে থাকতে পছন্দ করে এবং পানির মধ্যে থেকেই বিভিন্ন গুল্ম উদ্ভিদ ও পোকামাকড় খুঁজে খেয়ে থাকে।

শীত মৌসুম শুরু হলেই আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে বাহারি প্রজাতির অতিথি পাখি

ঝাঁকে ঝাঁকে বাহারি প্রজাতির অতিথি পাখি জাবির লেকের পানিতে নামতে থাকে

অধিকাংশ পাখিই সরালি বা হাঁস প্রজাতির

পাখিদের কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে ক্যাম্পসের লেক পাড়

নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশে থাকায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় পাখিরা

পানির মধ্যে থেকেই বিভিন্ন গুল্ম উদ্ভিদ ও পোকামাকড় খুঁজে খেয়ে থাকে

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত