ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: পৌষসংক্রান্তি ও ঘুড়ি উৎসবের প্রস্তুতি

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ২০:২৭  
আপডেট :
 ১০ জানুয়ারি ২০২২, ২০:৪১

ফটোস্টোরি: পৌষসংক্রান্তি ও ঘুড়ি উৎসবের প্রস্তুতি
ছবি- ইলিয়াস সাজু

পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম উৎসব 'সাকরাইন' পৌষসংক্রান্তি ও ঘুড়ি উৎসব নামেও পরিচিত। এই বছর সাকরাইন অনুষ্ঠিত হবে পৌষ মাসের শেষের দিকে। তবে উৎসবের সপ্তাহ খানেক আগে থেকেই পুরান ঢাকার অলিতে-গলিতে আনন্দ মুখোর পরিবেশে চলে সাকরাইন এর প্রস্তুতি।

চলে সুতোয় মাঞ্জা দেয়ার ধুম।দেকানে দোকানে সাজানো হয়েছে বাহারি রঙের ঘুড়ি দিয়ে। ছোট-বড় সবায় অংশগ্রহণে প্রতিটি বাড়ির ছাদ হয়ে উঠে উৎসব মুখর। উৎসবের দিন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গান বাজনা ফানুস আর আতশবাজির খেলা। তাই উৎসবকে কেন্দ্র করে পণ্যের দাম খুব বেশি বাড়ে না।

ছোটরা ভীড় জমাচ্ছে পুরান ঢাকার অলিতে-গলির ঘুড়ি দোকান গুলোতে

দোকান গুলোতে আনন্দ মুখর পরিবেশে চলছে ঘুড়ি বেচাকেনা

বাহারি রঙের ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে দেকানগুলো

ছোটদের পাশাপাশি বড়রাও আসছে ঘুড়ির দোকান গুলোতে

ঐতিহ্যবাহী 'সাকরাইন' উৎসব মানে হরেক রকেমের ঘুড়ি আর লাটাই

ঘুড়ি আর লাটাই কিনতে ছুটে আসছেন পুরান ঢাকার অলিতে-গলির দোকান গুলোতে

শুধু ঘুড়ির আর লাটাই নয়, ফানুস আর আতশবাজিও বেচাকেনা চলছে

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত