ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি:

ঐতিহ্যবাহী মহা সাড়ম্বরে সরস্বতী পূজা

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৫

ঐতিহ্যবাহী মহা সাড়ম্বরে সরস্বতী পূজা
ছবি- ইলিয়াস সাজু

ঢাকা বিশ্ববিদ্যারয়ে জগন্নাথ হলে শনিবার সকালে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মহা সাড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্টিত হয়।

দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানানো হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতপণের প্রথাও প্রচলিত।

মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মালম্বীদের সাড়ম্বরে সরস্বতী পূজা শুরু করেন ঠাকুরমশাই

পুজায় অংশ নেয়া সনাতন সর্মবলস্বীরা অংশ নেন

পরিবারের সকলে এই পুজায় অংশ নেন সনাতন সর্মবলস্বীরা

দেবী সরস্বতীকে প্রণাম জানাচ্ছে শিশুরা

পুজার পর ভক্তদের মাঝে প্রশাদ বিতরন করা হচ্ছে

দেবী সরস্বতীর পায়ের ফুল পুজার পর ভক্তদের মাঝে দেয়া হচ্ছে

পুজা শেষে অ,আ,ই লিখিয়ে শিশুদের হাতেখঁড়ি দিচ্ছেন ঠাকুরমশাই

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত