ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: টিসিবির পণ্য বিক্রয়ে অব্যবস্থাপনা

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ১৭:০৪

ফটোস্টোরি: টিসিবির পণ্য বিক্রয়ে অব্যবস্থাপনা
ছবি- ইলিয়াস সাজু

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে রাজধানী ঢাকায় ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করছে টিসিবি। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, ৩ থেকে সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন।

বাজার থেকে বেশ কম দামে পণ্য পেতে ট্রাক আসার অনেক আগে থেকেই লাইন দীর্ঘ হতে থাকে ক্রেতাদের, চলে হুড়োহুড়িও। আহত হচ্ছেন অনেকে।

সোমবার রাজধানীর ফকিরাপুল এলাকা টিসিবির ট্রাক থেকে পণ্য নিতে আসা ক্রেতাদের হাতে ভোটের মতো অমোচনীয় কালি দিয়ে লিখে দেয়া হয় ক্রমিক নম্বর। সিরিয়াল নিয়ে শুরু হয় নারীদের মধ্য হাতাহাতি। এতে করে আহত হন কয়েক নারী।

এলাকা ঘুরে দেখা যায়, শারীরিক দূরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন সাধারণ মানুষ। একই সঙ্গে পণ্য কিনতে আসছেন দোকানদাররা। ১০-১৫ জনের সিন্ডিকেটতো আছেই। এ কারণে অনেক হতদরিদ্র মানুষ পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন। টিসিবির পণ্য বিক্রয়ে অব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত