ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: ফুটপাত দখল করে নার্সারি গড়ে উঠছে

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ২০:৩৭

ফটোস্টোরি: ফুটপাত দখল করে নার্সারি গড়ে উঠছে
ছবি- ইলিয়াস সাজু

রাজধানীর ফকিরাপুল এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গাছ বিক্রির নার্সারি গড়ে তোলা হয়েছে। এ কারণে স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

ফকিরাপুলের মূল ফটকের পাশ থেকে কমলাপুরের দিকের ফুটপাত দখল করে রাখা হয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছে।

রাস্তার ওপরেও রাখা হয়েছে গাছের চারাসহ টব। এমনকি সড়কে গাছ রেখে নার্সারির সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে।

ফুটপাতে বাঁশের অস্থায়ী মাচা তৈরি করে ঝুলিয়ে রাখা হয়েছে নানা রঙের মাটির ও প্লাস্টিকের টব। ফুটপাত দখলের কারণে সাধারণ পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে এখানে নার্সারির ব্যবসা চলছে।

সিটি করপোরেশন একাধিকবার এই এলাকায় ফুটপাতের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও নার্সারিটি উচ্ছেদ করা হয়নি। এদিকে দিনে দিনে নার্সারিটির পরিধিও বাড়ছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত