ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

দোল উৎসবে আবির খেলায় মেতে উঠেছে তরুণ-তরুণীরা

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ২০:৪০

দোল উৎসবে আবির খেলায় মেতে উঠেছে তরুণ-তরুণীরা
ছবি: নিজস্ব

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে আবির দেয়ার পাশাপাশি নিজেরাও আবিরের রঙে রঙিন হয়েছেন।

মনের আনন্দে রঙের বর্ণছটায় নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষগুলো।

কোথাও লাল, কোথাও সবুজ আবার কোথাও বেগুনি বর্ণের শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধাদের চেহারা হারিয়ে গেছে আবিরের রঙে।

শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রং ছোড়াছুড়ির খেলায় মেতে ছিলেন।

এরপর কৃষ্ণভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। এ আবির খেলার স্মরণে হিন্দু সম্প্রদায় এই হোলি উৎসব পালন করে থাকে বলে প্রচলিত আছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত