ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ফটোস্টোরি: ব্যস্ত সময় পার করছেন ব্লক প্রিন্ট কারিগররা

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১৬:৪১  
আপডেট :
 ০৫ এপ্রিল ২০২২, ১৭:০০

ফটোস্টোরি: ব্যস্ত সময় পার করছেন ব্লক প্রিন্ট কারিগররা
ছবি: নিজস্ব

ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন ব্লক প্রিন্ট কারিগররা। দিন রাত এক করে বিভিন্ন কাপড়ের ওপর ব্লক-বাটিক ডিজাইন করছে তারা।

নারী-পুরুষ সবার জন্যই এবারের কাপড়ের ওপর নতুন ডিজাইনের ব্লক-বাটিক করা হচ্ছে।

ঢাকার নিউ মার্কেটের বুটিক হাউসগুলোতে তৈরি হচ্ছে মানানসই নকশার বাহারি রঙের পোশাক। রং নিয়ে খেলাই যেন তাদের কাজ! দু’হাতে বিভিন্ন রঙের মিশ্রণ।

এক একটি করে ব্লকের ডাইস রঙে ডুবিয়ে তা নির্দিষ্ট কাপড়ের ওপর ছাপ দিয়ে চলেছেন তারা। অনেক কারিগর এখন ব্যস্ত সময় পার করছেন ব্লক-বাটিকের কাজ করে।

সামনে দু-দুটো উৎসবকে ঘিরে বাঙালীয়ানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ব্লক-বাটিক প্রিন্টের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস। এ বছরেও এর ব্যতিক্রম হবেনা বলে জানান তারা।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত