ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: মহামারি কাটিয়ে বোশেখ আবাহন

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ১৬:৫৪  
আপডেট :
 ১৪ এপ্রিল ২০২২, ২০:১০

ফটোস্টোরি: মহামারি কাটিয়ে বোশেখ আবাহন
ছবি: নিজস্ব

করোনা মহামারির কাটিয়ে এ বছর উদযাপন করা হলো বাংলা নববর্ষ। করোনার কারণে বন্ধ ছিল দুই বছর।

বৃহস্পতিবার সকালে ঢাকা চারুকলা অনুষদ থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয়।

এই উৎসবকে ঘিরে চারিদিকে রাখা হয়েছিল কড়া নিরাপত্তা। উৎসবে আগতদের ব্যাগ তল্লাশি করেন নিরাপত্তা বাহিনী।

রমনার বটমূলের এ মঞ্চ থেকে বৈশাখে গান-আবৃত্তিতে স্বাগত জানানো হয় নতুন বঙ্গাব্দ ১৪২৯ কে।

বাঙালির সর্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী মেলার।

এই মেলায় আছে গ্রামের কামার-কুমার আর তাঁতীদের হস্তশিল্পের আয়োজন।

এছাড়াও হাতে তৈরি মাটির খেলনা, মণ্ডা-মিঠাই, চড়কি, বেলুন, ভেঁপু, বাঁশি।

এবারের নববর্ষের উৎসবে কোনভাবেই ধর্মের প্রভাবে প্রভাবিত ছিল না।

হিন্দু, বৌদ্ধ, মুসলমান ও খ্রিস্টান সবাই এক সাথেই এই উৎসব পালন করতে দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত