ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধ রক্ষা করবে কে ?

  শাবলু শাহাবউদ্দিন

প্রকাশ : ২৬ মে ২০২২, ১৮:৪৭

জাতীয় স্মৃতিসৌধ রক্ষা করবে কে ?

আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখন চরমভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে। নেই তাতে সাধারণ জনগণের কোনো শ্রদ্ধা কিংবা ভালোবাসা। এ যেন নিতান্তই একটা বিনোদন কেন্দ্র। ছোট বড় সবাই জুতা পায়ে মূল বেদীতে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে। ছোট ছোট বাচ্চারা এক, দুই এবং তিন নং বেদীতে উঠে খেলাধুলা করছে।

এছাড়া অল্প বয়সী অনেক তরুণ নিজেদের বীর পরিচয় দিতে নির্দ্বিধায় পায়ে জুতা দিয়ে উঠে যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধের সুউচ্চ বেষ্টনের উপর। ফলে যে কোনো মুহূর্তে হতে পারে দুর্ঘটনা। এই বিষয়টি জাতীয় স্মৃতিসৌধের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা দেখেও না দেখার ভান করছে।

এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে একটা দুর্ঘটনা ঘটতে পারে। অতএব জাতীয় স্মৃতিসৌধ রক্ষায় প্রশাসনের একটু সচেতন হওয়ার আহ্বান করছি।

শাবলু শাহাবউদ্দিন,সাভার ঢাকা থেকে

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত