ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

প্রায় সবাই সমান

  রিয়াজুল হক

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:৩৩

প্রায় সবাই সমান

অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যদি জিজ্ঞেস করা হয়, আপনার অফিসে চাকরি করে অমুককে চেনেন কিনা? অধিকাংশ ক্ষেত্রে অফিসের সেই উচ্চপদস্থ কর্মকর্তা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলবেন, হ্যাঁ আমার আন্ডারে কাজ করে। কথাটা এমন ভাবে বলবে, শুনে মনে হবে, তিনি অফিসটা যেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।

এবার অফিসের সেই অধীনস্থ কর্মকর্তাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার অফিসের অমুক উচ্চপদস্থ কর্মকর্তাকে চেনেন কিনা? অফিসের সেই অধীনস্থ কর্মকর্তা সারাদিন উচ্চপদস্থ কর্মকর্তাকে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলেন। তিনিও তখন উত্তরে বলবেন, জ্বী অমুক সাহেব আছেন। সম্ভব হলে, একবারও স্যার বলে সম্বোধন করবে না। তাকে নিয়ে সম্মানসূচক কোন কথাও বলবে না।

মোদ্দাকথা, অধিকাংশ ক্ষেত্রেই কেউ কাউকে সম্মান দিতে চায় না। অর্থাৎ প্রায় সবাই সমান।

প্রশ্ন হচ্ছে, সম্মান দিলে কি সম্মান কমে যায়? টাকা পয়সা লাগে? না, সম্মান কমে যায় না, টাকা পয়সাও লাগে না। তবে সম্মান দিতে পারিবারিক শিক্ষা লাগে, অর্জিত প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োগ লাগে।

লেখক: রিয়াজুল হক যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত