ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হেরে গেলেন ‘সোহানা পারভীন তুলি’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ১৮:০৬

হেরে গেলেন ‘সোহানা পারভীন তুলি’

মেধাবী, সাংবাদিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কৃতিত্বের সাথেই কাজ করছিলেন। কিন্তু বিনা অপরাধে চাকুরিচ্যুত হতে হয় যোগ্য কর্মীদের। পরেরটা হচ্ছে আরো ভয়াবহ। এই পেশাতে যোগ্যদের চাকরি সহজে হয় না। অযোগ্যদের কদর এখানে যথেষ্ট রমরমা (যাই হোক আমি এখানে তাদেরকেও দোষারোপ করছি না)।

এই পেশার দৈন্যতা এখানে সব যোগ্যতা থাকা সত্বেও চাকরি পাওয়ার কোনো অধিকার থাকে না। এটা তার প্রধান অপরাধ। আর বিশেষ করে নারী এক শ্রেণির কাছে তার চলন তো বাঁকা।

এ পেশার এমন কোনো সেল বা ব্যবস্থা নেই যেখানে যোগ্যদের মূল্যায়ন করা হবে। তারা তাদের অধিকার পাবে। যোগ্যতা প্রমাণ করার একটা জায়গা পাবে। কারো দয়া বা দাক্ষিণ্য চায় না। তেমন একটা পরিবেশ চাওয়া কি অপরাধ?

সোহানার কাছে আমরা প্রকৃত অপরাধী। এ পেশা তোমাকে সুরক্ষা দিতে পারেনি, তার দায় আসলে কার? রাষ্ট্রের? সমাজের? না যোগ্যতার? (শাহনাজ পারভিনের ফেসবুক থেকে)

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত