ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

গাজীপুর প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ ১৮ আগস্ট

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ২৩:০৩

গাজীপুর প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ ১৮ আগস্ট

গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের (২০২২-২৩) তফসিল ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার জানান, আগামী ১৮ আগস্ট বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩৫ দিন আগে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ৩০ জুলাই প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নির্বাচন কমিশনসহ বিগত বছরের বিভিন্ন কার্যক্রম অনুমোদিত হয়।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হলেন দৈনিক অবজারভারের গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন এবং কমিশনার হলেন দৈনিক জবাবদিহি পত্রিকার গাজীপুর প্রতিনিধি হোসেন খাঁন ও দি সিটিজেন টাইমস পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোবারক হোসেন।

তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ১৮ আগস্ট। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানান। ক্লাবের মোট ভোটার সংখ্যা হলো ৫৯।

নির্বাচনে মনোনয়নপত্র ও ভোটার তালিকা বিতরণ ৫ ও ৬ আগস্ট, মনোনয়নপত্র গ্রহণ ৭ আগস্ট, বাঁছাই ৮ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ আগস্ট।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত