ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ২১:২১

বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
ছবি- সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শাজাহান মিয়া।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, দপ্তর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য শাহনাজ সিদ্দিকী সোমাসহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা।

এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে পুস্তক অর্পণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য সলিম উল্লাহ সেলিম, আসাদুর রহমান, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন, শফিক বাশার প্রমুখ।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি মফিজুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক আল মামুন। আরও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, চাঁদপুর সাংবাদিক ফোরাম।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত