ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ভালোবাসায় আপ্লুত করে শান্তর কবিতা

  সালাহ উদ্দিন মাহমুদ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৩০

ভালোবাসায় আপ্লুত করে শান্তর কবিতা
কবি সাজেদুর আবেদীন শান্তর কবিতার বই আষাঢ়, তুই এবং মৃত্যু

'একদিন কোথাও যাবো না,

একদিন সারাদিন তোর কথা ভাববো।

একদিন কোথাও যাবো না,

একদিন তোর সাথে বৃষ্টিতে ভিজবো।'

(আষাঢ়, তুই এবং মৃত্যু)

কবিতাটি তরুণ কবি সাজেদুর আবেদীন শান্তর। এটি বইয়ের শিরোনাম কবিতা। এক ফর্মার 'আষাঢ়, তুই এবং মৃত্যু' নামক পুস্তিকায় ১৩টি কবিতা স্থান পেয়েছে।

শান্তর কবিতা ভালোবাসায়, আবেগে আপ্লুত করে। বলা যায়, নারীদের উদ্দেশ্য করেই তার কবিতাগুলো। জননী, জায়া, প্রেয়সীর জন্য কবিতাগুলো নিবেদিত।

তার কবিতার উপমা, ব্যঞ্জনা পাঠককে মুগ্ধ করে। কবিতায় তিনি স্বপ্নে বিভোর থাকেন। তাই তো কবিতায় বলেন-

'আমি তন্দ্রাঘোরে যে মেয়েটিকে দেখেছি

নীল শাড়ি পরা,

হাতে কাচের চুড়ি-নীল,

নীল টিপ।'

(ঘোর)

তার কবিতায় এসেছে বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত, কুয়াশা, নাবিক, ঈশ্বর, মরুভূমি, শাহবাগ, ধানমন্ডি, পলাশি, কালশি, সোনাতলা, ঈশ্বরী, আত্মহত্যা, মা, কুমারী, নবান্ন, প্রভৃতি উপাদান।

তার কবিতায় দর্শন, মানবিকতা, গ্লানি, বোধ, চিন্তা প্রস্ফুটিত হয়েছে। কবিতাগুলোর সেসব বোধ পাঠককে ভাবায়, মুগ্ধ করে। কবি তাই বলেন-

১. তোমার নাকের নোলকে বাঁধা

আমার জীবনের আয়ু

(হিরন্মবালা)

২. ভালোবাসা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। (ভালোবাসা)

৩. আমি মরে যাচ্ছি, কারো যায় আসছে না (মা)

৪. সভ্যতা আমাকে পিছু ছাড়ে না

(আত্মহত্যা)

সব মিলিয়ে কবিতাগুলো ভালো লাগার মতো। কিছু ত্রুটি না থাকলে বোধহয় আরও বেশি ভালো হতো। কেননা পুস্তিকাটি প্রকাশের আগে সম্পাদনার প্রয়োজন ছিল। বানান ও বাক্যগঠনের ব্যাপারে আরও যত্নবান হওয়া দরকার। আশা করি তিনি ভবিষ্যতে বিষয়টি ভেবে দেখবেন। আমি তার সাফল্য কামনা করছি।

বইটি ২০২১ সালের বইমেলায় প্রকাশ করেছে পাতা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মইম সুমন। মূল্য রাখা হয়েছে ৬৫ টাকা। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।

কবি ও কথাশিল্পী

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত