রাজধানীতে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ২০:৪৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, স্ত্রী বেবী আক্তার (২০) ও স্বামী রবিউল ইসলাম (২৫)।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরকে