সাংবাদিক রাজ্জাকের জানাযা সম্পন্ন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:২৭ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি

দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক (৪৫) বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টার সময় তার কর্মরত প্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তার মরদেহ মাইটভাঙ্গা পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়েছে।
সাংবাদিক খান এ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
খান এ রাজ্জাক
বাংলাদেশ জার্নাল/এমপি