ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জঙ্গি ছিনতাই ঘটনায় পাঁচ আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:০১

জঙ্গি ছিনতাই ঘটনায় পাঁচ আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর
রিমান্ড মঞ্জুর। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কারাগারে আটক থাকা পাঁচ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ও সবুর ওরফে সাদ।

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের ১৫ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক মুহাম্মদ মুসাদ্দিমুল হক।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এ মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মুসাদ্দিমূল হক উল্লেখ করেন, গত ২০ নভেম্বর সিজেএম আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলায় গ্রেপ্তার ও পলাতক আসামিরা কি উদ্দেশ্যে একত্রিত হয়েছিলো তা জানতে ও পলাতক আসামিদের শনাক্ত করা এবং অর্থায়নের উৎস জানতে তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে ১৫ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত