ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

নতুন বছরে নতুন ফিচার টুইটারে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১০:২২

নতুন বছরে নতুন ফিচার টুইটারে
টুইটার। ছবি: সংগৃহীত

নতুন বছরে নতুন ফিচার পাচ্ছেন টুইটার ব্যবহারকারীরা। যার নাম দেয়া হয়েছে 'নেভিগেশন' ফিচার। এর মাধ্যমে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানা যাবে।

টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটার মালিক ইলন মাস্ক।

টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি 'তারা' চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে।

টুইটারের দায়িত্ব নেয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন, দ্রুত সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দেয়া চেষ্টায় কাজ করবে তার টিম। গত কয়েক মাসে বেশকিছু পরিবর্তন হয়েছে টুইটারে।

কয়েকদিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত