ঢাকা, বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত। ছবি: প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার ডিওর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর বিকেলে পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে অটোযোগে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন মঞ্জুয়ারা বেগম। এদিকে গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেই অটো আটকিয়ে তল্লাশি করে। এসময় ওই নারীর কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সেদিনই সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন উপ-পরিদর্শক মনছুর রহমান। পরে একই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়।

এ মামলার দীর্ঘ শুনানি ও ৫ জনের স্বাক্ষী গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ও এপিপি উদয় সিংহ। আর আসামি পক্ষে ছিলেন অ্যাড. রায়হান নবী।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত