ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নাফিজা মৌ এর ইংরেজি শিক্ষা বিষয়ক বই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯

নাফিজা মৌ এর ইংরেজি শিক্ষা বিষয়ক বই
ছবি: সংগৃহীত

তরুণ লেখিকা নাফিজা রহমান মৌ এর ইংরেজি শিক্ষা বিষয়ক Duolingo শিখি Nafiza'র সাথে বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবাম ছালাউদ্দিন, সাবেক পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সাবেক ফরেন এক্সপার্ট চীন আন্তর্জাতিক বেতার বেইজিং, মেজর খালেদ সাইফম্যানেজিং মীর আফরোজা খাতুন বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল ঢাকা।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন, রাবেয়া নাসির অভি, লোকাল প্রেসিডেন্ট জেসি আই ঢাকা ইয়াং, ইভান স্যামুয়েল উদোক্তা, আশিকুর রহমান, উদোক্তা, সাইদুর রহমান প্রভাষক, রাশিকা হোসাইন, লেখক আবু সাঈদ সুরুজ, লেখক প্রিয়জিত দেবসরকার এবং লেখক আনিসুল হক।

ডুওলিং ভাষা শিক্ষার নতুন এক পদ্ধতি। লোকাল প্রেসিডেন্ট জেসি আই ঢাকা ইয়াং, ডুওলিং ভাষা শিক্ষার নতুন এক পদ্ধতি। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে পড়তে প্রস্তুতি নিচ্ছে তাদের ভাষার দক্ষতা নির্নয়ের জন্যই এই বইটি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত