ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

ইফতারের সময় ক্ষমার বিশেষ দোয়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১০:০১

ইফতারের সময় ক্ষমার বিশেষ দোয়া
ছবি: সংগৃহীত

সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতার করা সুন্নাত। এটি রোজাদারের জন্য বরকতময় ও গুনাহ মাফের মাধ্যম। আল্লাহর কাছে ক্ষমা পেতে ইফতারের সময়ের ছোট্ট একটি দোয়া আছে। হাদিসে আছে ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। তাই এ সময়টিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করা জরুরি।

ইফতারের মুহূর্তে ক্ষমা প্রার্থনার ছোট্ট দোয়াটি হলো:

يَا وَاسِعَ الْمَغْفِرَاتِ اِغْفِرلِىْ

উচ্চারণ: 'ইয়া ওয়াসিআল মাগফেরাতি ইগফিরলি।'

অর্থ : 'হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন।' (মুসলিম)

সুতরাং রোজাদার মুমিন মুসলমানের উচিত, রোজা রেখে নিজেদের গুনাহ মুক্তির চেষ্টায় ইফতারের মুহূর্তে এ ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়া।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত