ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬ জন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ২১:১২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে, এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩ জন ও অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১১ জন রোগী।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪২২ জন এবং ঢাকার বাইরে ৪২১ জন চিকিৎসা নিয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের পর সুস্থ হয়েছে ৮১০ জন, আর মারা গেছে ৯ জন।
বাংলাদেশ জার্নাল/এমএস