মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৫:৫৮

মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাফাতুন নেছাকে (৬০) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার সাফাতুন রাজধানী ঢাকাসহ নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকার একজন সিন্ডিকেট মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য কিনে রাজধানীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০৪ সালে মোহাম্মদপুর থানায় মামলা হয়। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন। একপর্যায়ে র্যাবের হাতে গ্রেপ্তার হন।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে