দুবাইয়ে বাংলাদেশ স্কুলে বিজ্ঞান মেলা
প্রবাস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০১
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলে করোনাউত্তর প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
|আরও খবর
স্থানীয় সময় গত বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে শিক্ষার্থীরা মোট ১০৭টি প্রজেক্ট এই বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।
মেলায় পরিবেশন, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, রসায়ন, গাণিতিক, প্রাত্যহিক ও সৌর বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রজেক্ট তৈরি করে ক্ষুদে ছাত্রছাত্রীরা।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন আমিরাতের বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত আবু জাফরের স্ত্রী সালমা জাফর। বিশেষ অতিথি ছিলেন ড. হাবীবুল হক খোন্দাকার।
আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার, মহিলা সমিতির সাধারণ সম্পাদক পপি আকতার, স্কুলের সিনিয়র শিক্ষক এসএম আবু তাহের, মো. ফিরোজ, সেলিম উল্লাহ, মিসেস রুবাইয়া প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/জিকে