আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে এমবিবিএস শিক্ষার্থীদের ইন্টিগ্রেটেড টিচিং প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩, ১৯:১৭ আপডেট : ২৩ মে ২০২৩, ১৯:২৬
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইন্টিগ্রেটেড টিচিং প্রশিক্ষণের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়।
|আরও খবর
অনুষ্ঠানে চেয়ারপারসন ছিলেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. গুলনেওয়াজ বেগম। কো-চেয়ারপারসন ছিলেন অধ্যাপক ডা. সুলতানা রোকেয়া মান্নান ও অধ্যাপকডা. মৌসুমী সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এখলাছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যাক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী, অধ্যাপকডা. রাজিবুল আলম, অধ্যাপক আতিকুর রাহমান, অধ্যাপক ডা. রুবায়াত শেখ গিয়াসউদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. সোমা হালদার ও সহযোগী অধ্যাপক ডা. কুন্তল রয়।
এছাড়া এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ডের মত এই রাউন্ডে আলাদা করে তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছে। আজকের বিষয় ছিলো ডায়রিয়া।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডা. গুলনেওয়াজ বেগম ও সহকারী অধ্যাপক ডা. তামান্না মাহমুদ ঊর্মি।
আরো পড়ুন: আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে এমবিবিএস শিক্ষার্থীদের ইন্টিগ্রেটেড টিচিং প্রশিক্ষণ
বাংলাদেশ জার্নাল/আরকে