মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক আটক
প্রবাস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০৫:৫০

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা ডিবিকেএলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
|আরও খবর
এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক।
অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও পুলিশসহ বেশকয়েকটি সংস্থা অংশ নেয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।
বাংলাদেশ জার্নাল/এমএ