ডিএমপি কার্যালয়ে ৪ আইনজীবীকে হেনস্থা করায় সুপ্রিম কোর্টে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৮:৫৯ আপডেট : ৩১ মে ২০২৩, ১৩:১৭
ডিএমপি কমিশনারের কার্যালয়ে সুপ্রিম কোর্টের চার আইনজীবীকে পুলিশ হেনস্থা করেছে এমন অভিযোগ এনে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।
|আরও খবর
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন শতাধিক আইনজীবী। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা।
বিক্ষোভ সমাবেশ থেকে আইনজীবীরা ডিএমপি কমিশনারকে দুঃখ প্রকাশ করে প্রেস নোট দেয়াসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তারা বলেন, দেশে এখন আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার নেই। আজ মানবাধিকার ও ভোটের অধিকার আদায়ে আইনজীবীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠু। বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, ল’ ইয়ার্স কাউন্সিলের নেতা ইউসুফ আলী, আবদুল বাতেন, ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভুইয়া, মো. জালাল উদ্দিন, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী ফরিদ উদ্দিন খান, আবদুর রাজ্জাক, কোহিনুর হোসেন খান, নাহিদ সুলতানা, আবু বকর সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এমএ