শিক্ষার্থী আশিক হত্যা: পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৩:৩১ আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:৩৪

|আরও খবর
কুমিল্লার হোমনার আসাদপুরে ২০১২ সালে স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
রোববার (৪ জুন) দুপুরে ৫নং আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- একই উপজেলার আসাদপুর গ্রামের মো. শাহীন মিয়া, মো. সুজন মিয়া, মো. সোহেল মিয়া, মো. আল আমিন, মো. সোহাগ। তাদের মধ্যে মো. সোহেল মিয়া ছাড়া বাকী সবাই পলাতক রয়েছেন।
এছাড়া আকিমুল হক মধু, আবদুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, মহামান্য আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। পলাতক আসামিদের গ্রেপ্তার করে রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: জামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তার
বাংলাদেশ জার্নাল/এমপি