ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:২৭  
আপডেট :
 ০৮ জুন ২০২৩, ১৬:৩১

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন।

বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরের ১২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৫৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৩২৭ জন। মারা গেছেন ২১ জন।

এর আগের দিন বুধবারও ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়। ওইদিন হাসপাতালে ভর্তি হন ১৪৭ জন।

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

আরো পড়ুন: ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ১৪৭ জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত