গান কবিতা কথায় নতুন কার্যালয়ে ‘নান্দিক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ২০:৪৪
গান কবিতা কথায় শুভ উদ্বোধন হলো কবি ইসমত শিল্পী সম্পাদিত শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা নান্দিকের নতুন কার্যালয়। শনিবার সন্ধ্যায় রাজধানী কাঁটাবনের কনকর্ড ইম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে উদ্বোধন হয় নান্দিক কার্যালয়।
২৮ জুলাই উদ্বোধনের তারিখ নির্ধারণ থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতার কারণে একদিন পিছিয়ে তা শনিবার (২৯ জুলাই) করা হয়।
নান্দিক একটি আনন্দের স্থান, একটি প্লাটফর্ম। সাহিত্য সংস্কৃতি শিক্ষা ও সমাজের নানাধরনের আলাপে আনন্দের উদযাপনে নান্দিক নিয়োজিত থাকে। ত্রৈমাসিক পত্রিকা সহ পাঠাগারের কর্মসূচিও চালায় নান্দিক। যা ২০২০ সাল থেকে কাজ করছে নান্দিক পাঠাগার নামে। বিশেষ করে কিশোর তরুণদের বই পাঠে আগ্রহী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পাঠাগার।
নান্দিক এর ফাউন্ডার, সম্পাদক কবি ইসমত শিল্পী বলেন, শনিবার নান্দিকের একটি আউটলেট উদ্বোধন হলেও নান্দিক কার্যক্রম শুরু হয় অনেক আগেই। কর্যক্রমের মধ্যে গুণীজনদের জন্মদিন পালন, বিশেষ বিশেষ বই নিয়ে আলোচনা, আবৃত্তি, সংঙ্গীত সহ আলাপের একটি আয়োজন ‘নান্দিক আলাপ; চলে ফেসবুক অনলাইনে। করোনা কালীন সময়ে নান্দিকের এধরনের অনুষ্ঠানগুলো দৃষ্টি আকর্ষণ করেছে সুহৃদ বন্ধুদের। ‘নান্দিক আলাপ’ নান্দিকের ধারাবাহিক চলমান কার্যক্রম হিসেবে আছে, থাকবে।
এছাড়া ‘নান্দিক পাক্ষিক বৈঠক’ করার ইচ্ছা আছে বলেও জানান ইসমত শিল্পী। কথা কবিতা গান নিয়ে বৈঠকে আসবেন, অংশগ্রহণ করবেন নান্দিকপ্রেমীরা এটাই তার প্রত্যাশা।
নান্দিক মূলত একটি অরাজনৈতিক, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত প্ল্যাটফর্ম। একটি আনন্দঘন পরিবেশে নানা সম্পর্কে সম্পর্কিত মানুষের মিলনমেলা, সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু।
বাংলাদেশ জার্নাল/আরকে